Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের নাটক স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনী

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। এবার তিনি নির্মাণ করছেন, ছোট পর্দার জন্য স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনী নামে একটি নাটক। নাটকটি লিখেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিরিজের কাহিনী ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান, আর সহযোগী পরিচালক হিসেবে থাকছেন মইনুল ওয়াজেদ রাজীব। গতকাল ৯ জুন থেকে ঢাকার বনানীতে শুরু হয়েছে নাটকের শুটিং। এতে অভিনয় করেছেন শখ-নিলয় জুটি। অভিনয় শিল্পী তালিকায় আরো আছেন ইরিন আফরোজ, সমাপ্তি মাশুক, সৈয়দ হাসান ইমাম, কাজী উজ্জ্বল, আনন্দ খালেদ। সাফিউদ্দিন সাফি বলেন, অনেকটা অনুরোধেই নাটক নির্মাণ করেছি। দীর্ঘদিনের অনুরোধ ছিল। বরাবরই প্রিয় মানুষের অনুরোধ পাশ কাটিয়ে এসেছি। তবে এবার আর ফেলতে পারিনি। তাছাড়া বিশেষ উৎসবে আমরা সবাই হয় সিনেমা হলে, নয়তো ছোট পর্দায় চোখ রাখি। বিনোদনের খোঁজ করি। যেহেতু এবার বড় পর্দায় আমার পরিচালনায় কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না, তাই ভক্ত-দর্শকদের জন্য ছোট পর্দায় একটি বিশেষ কাজ উপহার দিতে চেয়েছি। একটি ৪০ মিনিটের নাটকের জন্য আয়োজনের কোনো কমতি রাখছি না। আশা করছি, ঈদের আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ করবে স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনী। নাটকের প্লট প্রসঙ্গে চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান বলেন, গল্পের মূল ভাবনা পরিচালকের নিজের। সেই গল্পেই রঙ ছড়াবার চেষ্টা করেছি। আশা করছি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী বড় পর্দার দর্শকদের যেভাবে মন ছুঁয়ে গেছে, স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনীও ছোট পর্দার দর্শকদের আকৃষ্ট করতে পারবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের নাটক স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ