Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে ডেঙ্গু কেড়ে নিল যুবকের প্রাণ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১:৪৩ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মাহাতাব উদ্দিন (২৪)।

সোমবার রাতে রমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন রোগীর মৃত্যু হলো। মাহাতাব দিনাজপুর জেলার বিরলের বাসিন্দা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান জানান, গত ১৮ আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাহাতাব।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সোমবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসা হয়। পরে আবারও অবস্থার অবনতি হলে রাতে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ