মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি শীর্ষ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। পরমাণু চুক্তির বিষয়টি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান অচলাবস্থা অবসানের পথ খোঁজাই এ বৈঠকের লক্ষ্য। গতকাল ফ্রান্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেছেন, ‘আমাদের জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রসৃদ্ধ হতে দেয়া যাবে না। আর চলামান পরিস্থিতি যেন আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি না হয়ে দাঁড়ায়’।
আমাজনের আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিল জি-৭
এদিকে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ আমাজনের আগুন নিয়ন্ত্রণে ২২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। গতকাল আবহাওয়া পরিবর্তন নিয়ে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন জোটটির নেতারা। ভয়াবহ আগুনের কবলে ক্ষতিগ্রস্ত আমাজনকে রক্ষায় এ পদক্ষেপ নিয়েছেন তারা। তবে ওই বৈঠকে অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বলেন, বরাদ্দকৃত এই অর্থ খুব শিগগিরই প্রদান করা হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণে তার দেশ সামরিক সহায়তাও দেবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (ইনপে) জানিয়েছে, আমাজনে এবার রেকর্ড পরিমাণ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগ ব্রাজিল অংশে। আমাজনের আগুন নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে ব্রাজিল সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে সমালোচনা তৈরি হয়েছে।
কাশ্মীর নিয়ে আবারও সুর পাল্টালেন ট্রাম্প
কাশ্মীর নিয়ে আবারও সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা অবসানে কয়েকবার মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করলেও এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় সায় দিয়েছেন তিনি। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে গতকাল এক বৈঠকে কাশ্মীর ইস্যুটি দ্বিপক্ষীয় এবং এতে মধ্যস্থতার প্রয়োজন নেই বলে ট্রাম্পকে বুঝিয়ে দেন মোদি।
পরে নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সত্যিই মনে করেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছে এবং আমার দৃঢ় বিশ্বাস, তারা এমন কিছু করতে সক্ষম হবে, যা খুবই ভালো। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।