Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি ভাঙায় জড়িতদের বিচার চাইলেন হারুন আল রশিদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম


বাড়ি ভাঙায় জড়িতদের কঠোর বিচার চাইলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রশাসনের প্রতি। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি ওই ঘটনায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে দলীয় নেতাকর্মী ও পরিবারের লোকজনদের সাথে নিয়ে বাড়িটির অবস্থা প্রত্যক্ষ করেন প্রবীন রাজনীতিবিদ। ১৩ আগস্ট রাতে হারুন আল রশিদের বাড়ির সীমানা প্রাচীর ও বিল্ডিংয়ের একটি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। করাত দিয়ে কেটে ফেলা হয় বাড়ির ভেতরের পুরাতন গাছ। লুট করে নেয়া হয় ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা মডার্ন এক্সরে এন্ড প্যথলজি ক্লিনিকের প্রায় কোটি টাকার মালামাল। বাড়িটির ভেতর দিয়ে রাস্তা বানাতে বেকু-বুলডোজার দিয়ে চালানো হয় রাতভর তান্ডব। এ ঘটনায় থানায় দুটি অভিযোগ দেয়া হয়। এরমধ্যে হারুন আল রশিদের চাচাতো ভাই শামিম রশিদের দেয়া অভিযোগে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতা এবং দু’জন চিকিৎসকের নাম উল্লেখ করা হয়।

ওই ঘটনার সময় হারুন আল রশিদ ছিলেন কানাডায়। সেখান থেকে ১৯ আগস্ট দেশে ফিরেন। এরপর ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া এসে গতকাল সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। হারুন আল রশিদ তার লিখিত বক্তব্যে বলেন, রাতের আধারে তার বাড়ি দখল করতে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শহরের চিহ্নিত এবং প্রভাবশালী ভূমিদস্যু। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং বাড়ি ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ চাই। সাংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা শ্রমিকদল সভাপতি হেবজুল বারী, সদর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আজম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়ি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ