বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুসহ অন্যদের বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গণপিটুর বিষয়ে কি উদ্যোগ নেয়া হয়েছে এবং পিটুনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৮ নভেম্বরের মধ্যে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জনস্বার্থে রিট করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। এ পরিপ্রেক্ষিতে গতকাল উরোক্ত রুল জারি করেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।