মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু ও কাশ্মীরে গভর্নর সত্যপাল মালিক বলেছেন, কাশ্মীরে এর আগে যতগুলো সংকট হয়েছে তার প্রথম সপ্তাহেই দেখা গেছে ৫০ জন মারা গেছে। কিন্তু ৩৭০ ধারা বাতিলের পর এখনও কোনো মানুষ মারা যায়নি। টেলিফোন যোগাযোগ বন্ধ রয়েছে, কিন্তু মানুষের জীবনতো রক্ষা করা যাচ্ছে। রোববার দিল্লিতে সংবাদ মাধ্যম এএনআই’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবারের সংকটে কয়েক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লেও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। জম্মু ও কাশ্মীরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, জীবন হারানোর চেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ভালো। সত্যপাল মালিক বলেন, অবস্থা এখন স্বাভাবিক হতে শুরু করেছে। কাশ্মীরে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধের কোনো ঘাটতি নেই। এমনকি মাংস, সবজি, ডিম ইত্যাদি ঈদের মধ্যেও মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।