Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই স্থানে গ্রেফতার ৩৭

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

দেশের দুই স্থানে গ্রেফতার হয়েছে ৩৭ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের প্রথম দিনে ৩১ জনকে আটক করা হয়েছে। সরাইল থানা পুলিশ বাদে আট থানা পুলিশের অভিযানে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাত, মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এদের মধ্যে শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এনামুল হককে একটি ম্যাগাজিনসহ ৯ এমএম পিস্তলসহ গ্রেফতার করা হয়। এছাড়া জেলার নবীনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়েবে আমীর গোলাম ফারুককে পৌর এলাকার আদালত পাড়া থেকে গ্রেফতার করে। আখাউড়ায় শিবির নেতা মাহমুদকে তার দুই ভাইসহ গ্রেফতার করে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান পরিচালনার অংশ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামীসহ মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই স্থানে গ্রেফতার ৩৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ