Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কপ্টার-বিমান সংঘর্ষ
স্পেনের দ্বীপ মালোরকাতে একটি হেলিকপ্টার ও হালকা বিমানের সংঘর্ষে অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার স্পেন উপক‚লে জনপ্রিয় পর্যটন শহর ইনকার কাছে এই দুর্ঘটনা হয়। আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স আঠারো বছরের কম। দুই শিশুসহ নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন হেলিকপ্টার আরোহী। অপর নিহত দুজন ছোট বিমানের যাত্রী। এই ছোট বিমান সর্বোচ্চ দুজন যাত্রী বহন করতে পারে। বিবিসি।


৫ জেনারেলের পদত্যাগ
তুরস্কের সেনাবাহিনীর শীর্ষ পার্যায়ের পাঁচ জেনারেল পদত্যাগ করেছেন। দৈনিক জমহুরিয়াত রোববার এ খবর দিয়েছে। চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সামরিক পরিষদের বৈঠকের পর এসব জেনারেল পদত্যাগ করলেন। গত ১ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সভাপতিত্বে সর্বোচ্চ সামরিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি, বরখাস্ত এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয় নিয়ে আলোচনা হয়। জমহুরিয়াত।


কাশ্মীরে নিহত ৭
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু-সহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। যাত্রী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা পুঞ্চের প্রসিদ্ধ শারদা শরিফ দর্শনে যাচ্ছিলেন। থানামন্ডি এলাকার কাছে একটি বাঁক পার হওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ মিটার গভীর খাদে পড়ে। টাইমস অব ইন্ডিয়া।


চীনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার ভোরে চীন সফরে গেছেন। ফ্রান্স থেকে তেহরানে ফিরেই আবার চীনের উদ্দেশ্যে যাত্রা করেন জারিফ। চীন সফরে তার সঙ্গে রয়েছে একটি শক্তিশালী প্রতিনিধি দল। চীন সফরে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপ‚র্ণ আলোচনা হবে বলে কথা রয়েছে। চীন থেকে জাপান ও মালয়েশিয়া সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরনা।


কেঁপে উঠল মন্দির
বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের তামিলনাড়ুর মন্দির চত্বর। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে তামিলনাড়ুর কাঞ্চিপুরমের মানামপাথি মন্দিরে। জানা গেছে, মন্দির সংলগ্ন পুকুরে একটি অজনা বস্তু পাওয়া যায়। সেটি তুলে এনে মুখ খোলার চেষ্টা করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ