Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের হাতে যুবক নিহত

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ২:৫১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথা কাটাকাটির জের ধরে মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরতলীর মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৫ যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  


পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাতে উপজেলার ফুলছড়া চা বাগানের নাটমন্দিরের সামনে মনির হোসেনর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই বাগানের চা শ্রমিকদের। এ ঘটনার জের ধরে শ্রমিকরা মনিরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মনির মারা যান। এ ঘটনায় মনিরের সঙ্গে থাকা একই এলাকার নাজমুল হোসেনের ছেলে আহত জহির মিয়াকেও আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।



স্থানীয়রা জানায়, নিহত মনির (২৫) ও তার বন্ধু জহির মিয়া (২৩) ফুলছড়া চা বাগানে মেলায় ঘুরতে যায়। ঘুরতে গিয়ে সেখানে দাঁড়িয়ে তারা ঝালমুড়ি খাওয়ার সময় হঠাৎ ৪-৫ জন নেশাগ্রস্ত যুবক তাদের ওপর আক্রমণ করে।

পরবর্তীতে ঘটনাস্থলে মুসলিমবাগ আবাসিক এলাকার লোকজন আসলে পূজা মন্দিরের পাশেই একটি ব্রিজ এর নিচে মনিরকে ফেলে রাখে। এর পাশ থেকে জহির কে উদ্ধার করে।

এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাত ৯টা থেকে মুসলিমবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করে। আটক যুবকদের হাসপাতাল থেকে ধরে নিয়ে যাওয়ার পর বিক্ষুব্দ এলাকাবাসী রাত ১২টা পর্যন্ত শ্রীমঙ্গল হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। 

ওসি তদন্ত সোহেল রানা বলেন, উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করতে গিয়ে পুলিশ সদস্য ও দুই ব্যবসায়ী আহত হন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ