রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। রাউজান থানা পুলিশ কাউখালী উপজেলার রাঙ্গীপাড়া এলাকার আবদুর রহিম প্রকাশ বাদশা ও একই এলাকার সিদ্দিককে রাউজান থানার চাঁদাবাজির মামলায় আসামি হিসেবে গ্রেফতার করে। সন্ত্রাসী আবদু রহিম ও সিদ্দিক আহম্মদের দেয়া তথ্যমতে রাউজান পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় সন্ত্রাসী আবদুর রহিম বাদশার মামা মহিউদ্দিন ড্রাইভারের ঘর থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক শর্টগান সদৃশ্য ও ৪ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে। রাউজান থানার ওসি জানান, দুই সন্ত্রাসীর বিরুদ্ধে রাউজান থানায় চাঁদাবাজিসহ একাদিক অপরাধের মামলা রয়েছে। গত বৃহস্পতিবার দুই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।