Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের কয়েক মুহূর্তে লাশ হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম


ছোট্টবেলার বন্ধুত্ব পরিণতি পেয়েছিল বিয়েতে। কে বা জানত, সেই বিয়ের দিনটাতেই দুটো এক হওয়া হৃদয়কে কেড়ে নেয়া হবে? কে বা জানত যে, বিয়ের পোশাকটাও খোলার আর ফুরসত পাবেন না ওরা! ওই লাল টকটকে ফুলগুলো টেবিলে রেখে আগেই রক্তের দাগের ছিটেফোঁটা লেগে যাবে! তাই হল! যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। শরীরে তখন বিয়ের পোশাক। হার্লে মর্গ্যান তখনও ডার্ক স্যুটে। আর রিয়ান্নোন ব্যুড্রিয়ক্সের পরনেও তখন সাদা গাউন। ১৯ বছরের মর্গ্যান বিয়ে করেছিলেন ২০ বছরের ব্যুড্রিয়ক্সকে। শুক্রবার বিয়ে করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চার্চ থেকে বেরোতে গিয়েই ট্রাকের ধাক্কায় প্রাণ যায় নবদম্পতির। অরেঞ্জ পুলিশ ক্যাপ্টেন লঙ্গোলিস বলছেন, ‘ওদের পিছনেই ছিল গোটা পরিবার। যে হলে রিসেপশনের আয়োজন করা হয়েছিল, সেদিকেই যাচ্ছিল ওরা।’ লঙ্গোলিস আরো বলছেন যে, ওই নবদম্পতি আসলে ‘ছোটবেলার সুইটহার্ট!’ পুলিশ স‚ত্রে আরো জানা গেছে যে, ‘বরই চালাচ্ছিলেন গাড়ি। গাড়ির গতিও বেশ ভালোই ছিল। ট্রাক এসে ধাক্কা মারার পরে বেশ কিছু বার পল্টি খায় ওদের গাড়িটি।’ ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ