Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙন কবলিত বেড়িবাঁধের ওপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার ম-লের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর গফুর, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রধান শিক্ষক পুলিন চন্দ্র ম-ল, শিক্ষক অসীম কুমার ম-ল, বিশ্বজিৎ ম-ল, জাকির হোসেন, কাজী মিন্টু প্রমুখ। বক্তারা বলেন, আইলার পর সাত বছর অতিবাহিত হয়েছে। কিন্তু উপকূলবাসীকে রক্ষায় আজও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে উপকূলবাসী প্রতিনিয়ত হুমকির মুখে জীবনযাপন করছে। আইলা দুর্গত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী, বন্যতলা গ্রামের কয়েক কিলোমিটার এলাকার বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হলে পদ্মপুকুর ইউনিয়নের ৭ হাজার পরিবার ভেসে যাবে। ম্লান হয়ে যাবে সরকারের উন্নয়ন কর্মকা-। অকেজো হয়ে পড়বে হাজার হাজার কোটি টাকার সরকারি অবকাঠামো। বক্তারা বলেন, এখন জিআই বালুভর্তি বস্তা ফেলে ডামপিং করে বেড়িবাঁধ সংস্কার করা হলে ২০-৩০ লাখ টাকা খরচ হবে। কিন্তু ভেঙে প্লাবিত হলে বাঁধ সংস্কার করতে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে। বক্তারা অবিলম্বে বাঁধ সংস্কারের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্যামনগরে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ