বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এডিসের উৎস ধ্বংস করার লক্ষ্যে বাড়ি বাড়ি পরিদর্শনে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারই অংশ হিসেবে গতকাল শনিবার ডিএসসিসি’র বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচানা করে ডিএসসিসি। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোট ১৪১টি বাড়ি ইন্সপেকশন করা হয়েছে। এর মধ্যে ধানমন্ডি ১২/এ সড়কে রিয়েল এস্টেট কোম্পানি ‘নগর হোমসের’ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ঐ কোম্পানির সুপারভাইজার পলাশকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। নগর হোমস কর্তৃপক্ষ জরিমানার টাকা দিতে অপারগ হওয়ার কারণে কোম্পানির সুপারভাইজার পলাশকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া আরও ৫টি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ১৭ হাজার টাকা জরিমানা আদায়ে করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত মোবাইল কোর্ট। একই সড়কের ৫৩ নং হোল্ডিং এ অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ১০ হাজার টাকা এবং যাত্রাবাড়ি এলাকায় ৪টি বাড়ির মালিককে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ৭ হাজারসহ সর্বমোট ৬৭ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ১৫ নং ওয়ার্ড ও ২০ নং ওয়ার্ডের ধানমন্ডি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলাকার ৩০টি বাড়ি, ম্যাজিস্ট্রেট বাবর আলি আজিমপুর এলাকার ৩০টি বাড়ি, ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন বায়তুল মোকাররম, জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্টেডিয়াম এলাকার দোকানপাটসহ সমগ্র এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৩১টি হোল্ডিং ইন্সপেকশন করেছেন। এছাড়া অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান সদরঘাট এলাকার ১০টি বাড়ি ইন্সপেকশন করেছেন। ম্যাজিস্ট্রেট সোনিয়া যাত্রাবাড়ি এলাকার ৩১টি বাড়ি পরিদর্শন করে ৪জন বাড়ির মালিক থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।