মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলের উত্তর মহাসাগর ও ব্যারেন্ট সাগর থেকে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দেয়া হয়েছে। এদিকে, রাশিয়ার অন্যতম মিত্র ইরানও নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির বরাত দিয়ে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, উত্তর মহাসাগর ও ব্যারেন্ট সাগরে সাবমেরিন থেকে সিনেভা ও বুলাভা নামের দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তরল জ্বালানিবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সিনেভা এবং নতুন ক্ষেপণাস্ত্র বুলাভার পরীক্ষা চালানো হয়েছে। রাশিয়ার প‚র্বাঞ্চলের আরখানজেলস্কের উত্তরের একটি প্রশিক্ষণ ক্ষেত্রের টার্গেটে ক্ষেপণাস্ত্র দুটি সফলভাবে আঘাত হেনেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আমাদের দেশ সবসময় বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং কৌশলগত সিস্টেমের পরীক্ষা চালানোর স্থান। এগুলো আমাদের ক্রমবর্ধমান প্রতিরোধ ক্ষমতার অবিরাম স¤প্রসারণ এবং শুক্রবার ছিল ইরানিদের জন্য একটি সফল দিন। তবে নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি ইরানি এই সামরিক কর্মকর্তা। গত বছর পারমাণবিক কর্মস‚চি সংক্রান্ত ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় বিশ্বশক্তির একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লাগাম টানতে ও সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে প্রক্সিযুদ্ধে লিপ্ত তেহরানের বিরুদ্ধে স¤প্রতি বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তখন থেকেই এই দুই দেশ পাল্টাপাল্টি হামলার হুমকি দিয়ে আসছে। গত জুনে পারস্য উপসাগরে মার্কিন সেনাবাহিনীর একটি নজরদারি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করে ইরান। এর জেরে দুই দেশে মাঝে সংঘাতের উপক্রম তৈরি হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।