Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হিন্দুরা যেভাবে চাইবে ভারত সেভাবেই চলবে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু মহারাষ্ট্রে বিজেপির রাজ্য সভাপতি হয়তো সেটা মানেনই না। স¤প্রতি তার একটি বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় গণেশ উৎসবের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, তাই তাদের কথা অনুযায়ীই দেশ চলবে। তিনি বলেন, ‘দেশ সেভাবেই চলবে, যেভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চাইবে। তারা যদি মনে করে দুপুর ১২টার সময়ই গণেশের যাত্রাপালা দেখবে, তাহলে তখনই সেটা দেখানো হবে।’ তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারাও হিন্দু। তারাও নিজেদের পরিবারের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেন। তাই সাধারণ মানুষের কখনোই মনে করা উচিত নয় যে, সরকার বা সরকারি কর্মকর্তারা তাদের উৎসবে বাধা সৃষ্টি করবেন। শুধু এই বক্তব্যের জন্যই নয় বরং আরও বেশ কিছু কারণেও বিতর্কিত হয়েছেন বিজেপির এই নেতা। এর আগে গত সপ্তাহে তাকে বন্যা দুর্গতদের উপর চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যায়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ