Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসায় অতিষ্ঠ স্ত্রী বিচ্ছেদ চান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

স্ত্রীকে খুব ভালোবাসেন। কোনও কাজই স্ত্রীকে দিয়ে করান না। স্বামীর এমন ভালোবাসা, আদর-যতেœ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন তার স্ত্রী। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির ফুজাইরার শরিয়াগ আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন ওই নারী। আদালতে তিনি বলেন, তার স্বামী কখনোই তাকে বকাঝকা করেন না। কোনো কিছুতে কোনোদিন মানাও করেননি তিনি। বাড়ি-ঘরও তার স্বামীই পরিষ্কার করেন। সব সময় রান্নাও তিনি নিজেই করেন। স্বামীর এই অতিরিক্ত ভালোবাসায় দমবন্ধ লাগছে তার স্ত্রীর। সে কারণেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। অভিযোগের সুরে ওই নারী বলেন, এত বছরের সম্পর্কে কখনও একটু ঝগড়াও হয়নি। এভাবে চলতে পারে না। মাঝে মাঝে আমি ইচ্ছা করেই ভুল করি যাতে একটু অশান্তি হয় ঘরে। কিন্তু সব সময়ই তিনি আমাকে ক্ষমা করে দেন। আমার জন্য উপহার নিয়ে আসেন। আমি চাই আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হোক। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ