মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ৪৫ কিলোমিটার দূরে তিন মাইল হাট ও মাগুরজান স্টেশনের মাঝের অংশে গত বৃহস্পতিবার রেললাইন যাচাই করছিলেন দুজন ট্র্যাকম্যান। হঠাৎ রেললাইনের মাঝে পড়ে থাকা একটি কাপড়ের পুঁটলি তাঁদের নজরে আসে। কাপড় সরাতেই দেখতে পান, একটি ছোট্ট মেয়ে শিশু। বয়স কয়েক মাসের বেশি হবে না। সারা গায়ে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তারা। এরপর ওই শিশুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। কে বা কারা শিশুটিকে রেললাইনের মাঝে ফেলে রেখে গেছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে গত বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২৬ কিলোমিটার দ‚রে চটহাট স্টেশনে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। রেলকর্মীরা ধারণা করছেন, ওই নারী শিশুটির মা হতে পারেন। তাঁদের ধারণা, ওই নারীকে হত্যা করার পর কিছু দূরে রেললাইনে শিশুটিকে ফেলে রাখা হয়েছে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।