মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কারুপ্পিয়া নামের ৬৫ বছর বয়সী এক নারী ১৯ বছর ধরে পাবলিক টয়লেটে বাস করছেন। ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের রামনাদ অঞ্চলের বাসিন্দা সেই নারীর জীবনের গল্প জেনে অশ্রু ফেলছে অন্তর্জালবাসী। ছবিসহ এ নারীর টয়লেটে থাকার বিস্তারিত নিয়ে বার্তা সংস্থা এএনআইতে প্রতিবেদন প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যমটির টুইটার অ্যাকাউন্ট থেকেও এ নারীর একটি হৃদয়বিদারক ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা, ৬৫ বছর বয়সী কারুপ্পিয়া রামনাদের একটি পাবলিক টয়লেটে ১৯ বছর ধরে বাস করছেন। তিনি টয়লেট পরিষ্কার করে উপার্জন করেন এবং টয়লেট ব্যবহারকারীদের কাছ থেকে সামান্য অর্থ নেন। এ ব্যাপারে কারুপ্পিয়া বলেন, ‘আমি প্রবীণ নাগরিক ভাতার জন্য আবেদন করলেও তা পাইনি। কালেক্টরস অফিসের অনেক কর্মকর্তাকে এ ব্যাপারে অনুরোধ করেও কাজ হয়নি। আমার আয়ের অন্য কোনো উৎস নেই। এ কারণে আমি পাবলিক টয়লেটে থাকি। প্রতিদিন ৭০-৮০ রুপি উপার্জন করি। এক মেয়ে আছে আমার, কিন্তু সে আমাকে দেখতে আসে না।’ ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে একটি ছোট্ট পাবলিক টয়লেটে থাকেন এ নারী। এমনকি বেঁচে থাকার মৌলিক উপাদানগুলোও তার জীবনে অনুপস্থিত। ইন্ডিয়া টুডে, এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।