Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে সিআরপিএফ সদস্যের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কাশ্মীরে পেশাগত দায়িত্ব পালনকারী এক সিআরপিএফ সদস্য নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। নিহত সদস্যের নাম এম অরবিন্দ। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানায়, কাশ্মীরের অনন্তনাগ সদর এলাকায় থাকতেন অরবিন্দ। নিজ বাসভবন থেকে শুক্রবার সন্ধ্যায় অরবিন্দের লাশ উদ্ধার করে পুলিশ। নিজের বন্দুক দিয়ে অরবিন্দ আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি। পিটিআই জানায়, অরবিন্দ ২০১৪ সালে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) নিযুক্ত হন। গত ১৪ আগস্ট ছুটি শেষে কাশ্মীরে নিজের ইউনিটে যোগ দেন অরবিন্দ। এরপর গত ২০ আগস্ট অরবিন্দের বাসায় ওঠেন তার স্ত্রী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাম্পত্য সম্পর্কের কোনো ইস্যুর কারণে আত্মহত্যা করেছেন অরবিন্দ। সিআরপিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কাশ্মীরে বসবাসের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ