Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমুদিনী হাসপাতালে ভর্তি ২৯ ডেঙ্গু রোগী

মির্জাপুর (টাঙ্গাইল)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৬:৫৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রয়েছে বলে জানা গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ও ৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

সূত্র জানান, কুমুদিনী হাসপাতালে গত এক মাসে ২১৬ জন ডেঙ্গু আক্রান্তকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।এদের মধ্যে উপজেলার খৈলসিন্দুর গ্রামের আরিফ হোসেন কাজল নামে এক কলেজ ছাত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, জানান, ডেঙ্গুর প্রার্দুভাব দেখার দেয়ার পর থেকে কুমুদিনী হাসপাতালে নারী পুরুষের জন্য পৃথক ওয়ার্ড খোলে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।তবে অল্প কিছুদিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ