Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে আরো ২২জন ডেঙ্গুতে আক্রান্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৫:৩৭ পিএম

যশোর জেলায় প্রায় প্রতিদিনই কমবেশী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। শনিবার যশোর ২৫০ বেড হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন করে আরো ২২জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় এই নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৯শ’৪ জন।

হাসপাতালের সুপার ডাঃ আবুল কালাম আজাদ জানান, চিকিৎসার কোন ত্রæটি হচ্ছে না। আমরা পর্যাপ্ত কীটস হাতে পেয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও চিকিৎসা নিয়ে প্রতিদিনই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন রোগীরা। ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যাও কম নয়। মোট আক্রান্তের মধ্যে শনিবার পর্যন্ত ২৫০ বেড হাসপতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১শ’২৫, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ ও অন্যান্যস্থানে ১৮জন সর্বমোট ১শ’৮৪জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ