মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছয় জন লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে ভারতের তামিলনাড়ুতে। গোয়েন্দাসূত্রে এই খবর পাওয়ার পরই রাজ্যজুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বৃহস্পতিবার মাঝরাত থেকেই চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ সব শহরের কমিশনার ও জেলার পুলিশ সুপারদের সতর্ক করা হয়। জানানো হয়, এক পাকিস্তানি ও ৫ শ্রীলঙ্কান তামিল মুসলিম নিজেদের হিন্দু পরিচয়ে রাজ্যে ঢুকে পড়েছে। তারা বিভিন্ন অংশে হামলা চালাতে পারে। গোয়েন্দাদের তথ্য বলছে, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘাঁটি, মন্দির, পর্যটন স্থল বা বিদেশি দূতাবাসে হামলা চালানো হতে পারে।
সন্ত্রাসবাদীদের ধরতে উপকূলসহ সর্বত্র ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফেরি ও নৌকাগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও। ৪ এপ্রিল শ্রীলঙ্কায় হামলার সতর্কতা সত্যি বলে প্রমাণিত হয়েছিল। ইস্টারের রবিবারে দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ১৭ জনের। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।