Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কার সঙ্গে বহিসমর্পণ চুক্তি অনুমোদন করতে পারে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি তার দ্বিমাসিক বৈঠকে শ্রীলঙ্কা ও ভিয়েতনামের সঙ্গে বহিসমর্পণ চুক্তি অনুমোদন করবে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এই বৈঠক চলবে। পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, চীন ২০১৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে এবং ২০১৫ সালে ভিয়েতনামের সঙ্গে বহিসমর্পণ চুক্তি সই করে। কিন্তু এখনো চুক্তিগুলো কার্যকর হয়নি।

২০১৮ সাল পর্যন্ত ৫০টির বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে চীনের বহিসমর্পণ চুক্তি ছিলো। এছাড়া সে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের আওতায় আরো অনেক দেশের সঙ্গে বহিসমর্পণ সহযোগিতা করে থাকে।
২০১৪ সাল থেকে চীন ৫,৯৭৪ জন সন্দেহভাজন ফেরারিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১,৪২৫ জন পার্টি সদস্য ও রাষ্ট্রীয় কর্মচারি। এছাড়া চীনের ফেরারি তালিকার শীর্ষ ১০০ জনের মধ্যে ৫৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সূত্র : এসএএম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ