Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর-১ আসনে বিএনপিকে টিকিয়ে রেখেছে ওলামা দল

বোয়ালমারীতে ডা. মো. শরিফুল ইসলাম

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ফরিদপুর-১ আসনে বিএনপিকে টিকিয়ে রেখেছে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল। এমনটাই মনে করছেন এ আসনের দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। তারা আরও মনে করছেন, ওলামাদল যদি দলীয় কর্মসূচীগুলো পালন না করত, তবে ফরিদপুর-১ আসনে বিএনপির অনেকটাই বিলুপ্তি ঘটতো। গতকাল বোয়ালমারীতে এক বৈঠকে উপরোক্ত মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি আলহাজ ডা. মো. শরিফুল ইসলাম (শরীফ)।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে বিএনপির বিভিন্ন কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। খুঁজে পাওয়া যায় না যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল বা কৃষক দলকে। যে কারণে এ আসনে বিএনপি যেন মৃত পথযাত্রীতে পরিনত হচ্ছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল এ আসনে খুবই সক্রিয়। ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ডা. মো. শরিফুল ইসলাম (শরীফ)-এর একান্ত প্রচেষ্টায় দলীয় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ডা. শরিফ কখনো ছুটে যাচ্ছেন ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধার কাছে, করছেন সহায়তা আবার কখনো নিচ্ছেন অসহায় বিএনপি নেতাকর্মীদের পরিবারের দায়িত্ব। যুবকদের মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন। কোন গরিব অসহায় পরিবারের সন্ধান পেলে নিজেই ছুটে যান সেই পরিবারের পাশে। ডা. শরিফুল ইসলাম শরীফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে সকলকে সংগঠিত হতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়ায় আমাদের নেত্রীকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামাদল দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল কর্মকান্ড চালিয়ে যাবে। এ প্রসঙ্গে মত প্রকাশকারী নেতা কর্মীরা প্রশ্ন রেখে আরও বলেন, ওলামাদলের সাথে যদি বিএনপিসহ সকল দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচীগুলো পালন করত, তাহলে ফরিদপুর-১ আসনের বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে হয়ত আরও সংগঠিত হতো। বৈঠকে ওলামাদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ