Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের টিম

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১১:৩৯ পিএম

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শূভাঢ্যা খাল সংস্কারের জন্য পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি টিম। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার(২২আগস্ট) বিকেল ৪টায় আগানগরের জেলা পরিষদ মার্কেট এলাকায় খালটি পরিদর্শনে আসেন। এসময় তার সাথে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের যুগ্ন পরিচালক মুন্টু কুমার বিশ্বাস,কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ,গার্মেনটস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল আজিজ,মুসলিম কালেকশনের স্বত্বধিকারী শিল্পপতি মোসলেম ঢালী,আওয়ামীলীগ নেতা মীর আরশাদ হোসেন টিটু, মোঃ জাকির আহমেদ,যুবলীগ নেতা মাহমুদ আলম প্রমুখ।জানা যায়, দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে বর্তমানে খালটি প্রায় ধবংসের দাড়প্রান্তে। খালটি সংস্কারের জন্য দীর্ঘদিনের দাবী ছিল এলাকাবাসীর। তাই এলাকার সার্বিক উন্নয়নের কথা ভেবে খালটি উদ্ধারের জন্য সরকাররীভাবে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পে সরকারীভাবে প্রায় দুই’শ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। খালটি সংস্কারের মাধ্যমে বুড়িগঙ্গা নদীর সাথে ধলেশ্বরী নদীর সংযোগ স্থাপন করা হবে। এতে খালে পানি চলাচল স্বাভাবিক হবে। খাল দিয়ে নৌকা ও ছোট লঞ্চ যাতায়াত করতে পারবে।ফলে এলাকার মানুষের ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে।খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে। খাল পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমান বলেন,আমি খালটি দেখে গেলাম। আমরা স্থানীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী,উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে একটি প্রকল্প খুব শীঘ্রই হাতে নিব। এই প্রকল্পটি হবে এলাকাবাসীর জন্য একটি ভাল প্রকল্প। এলাকার সার্বিক উন্নয়নের জন্য এটা হবে একটি সাহায্যকারী প্রকল্প।আমরা চাচ্ছি এই খালটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সাথে সংযোগ স্থাপন করা। এঁটা হলে এলাকাবাসীদের ব্যবসা-বানিজ্যের জন্য সহায়ক হবে। খাল দিয়ে মানুষ সহজে যাতায়াত করতে পারবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জ

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ