Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টির অভাবে দক্ষিণাঞ্চলে আমন উৎপাদন ব্যাহত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আষাঢ়-শ্রাবণ দু’মাস বর্ষাকাল শেষে ভাদ্রের প্রথম দিন থেকে শরতের শুরু হয়েছে গত সপ্তাহে। দক্ষিণাঞ্চলসহ দেশের উপক‚লভাগে ভাদ্র ছাড়িয়ে আশ্বিনের মধ্যভাগ পর্যন্তই মাঝারী বর্ষণ অব্যাহত থাকে। পুরো ভাদ্র জুড়ে দক্ষিণাঞ্চলে বৃষ্টিতে জনজীবনে চলে বর্ষার রূপ। কিন্তু এবার তার যথেষ্ঠ ব্যতিক্রম। চলতি মৌসুমে শুধুমাত্র জুলাই মাসেই বরিশাল অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এর আগের মাসগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে নিচে। বৃষ্টির অভাবে এবার সমগ্র দক্ষিণাঞ্চল জুড়েই জনস্বাস্থ্যের ওপরও নানা বিরূপ প্রভাব পড়েছে। কিন্তু শ্রাবণ শেষ হতেই দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় এখন শরতের চেয়ে গ্রীষ্মের উপস্থিতি বেশি মাত্রায় লক্ষনীয়। বৃষ্টির অভাবে এবার দক্ষিণাঞ্চলের প্রধান খাদ্য ফসল আমনের আবাদ অনেক কম। বর্ষার এ দানাদার খাদ্য ফসলের আবাদ চলে পুরো ভাদ্র জুড়েই। এবার সময়মত বৃষ্টি না হওয়ায় দক্ষিণাঞ্চলে ভাদ্র ছাড়িয়ে আশ্বিনেও রোপা আমনের আবাদ শেষ করা নিয়ে ভাবছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। কারণ আষাঢ়ের শুরু থেকে বৃষ্টি কম হওয়ায় আমন বীজতলাই তৈরি বিলম্বিত হয়েছে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ স্থানে। যদিও বোরোর আধিক্যে দেশের প্রধান দানাদার খাদ্য ফসলের স্থান থেকে আমন এখন দ্বিতীয় স্থানে। কিন্তু দক্ষিণাঞ্চলে এখনো আমন প্রধান দানাদার খাদ্য ফসল। চলতি মৌসুমে দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় ৭ লাখ ৮ হাজার হেক্টরে আমন আবাদের মাধ্যমে সোয়া ১৬ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য স্থির রয়েছে। আমনে ভর করেই এক সময়ের বাংলার শষ্য ভাণ্ডার বরিশাল অঞ্চল এখনো খাদ্য উদ্বৃত্ত এলাকা। কিন্তু কাঙ্খিত বৃষ্টির অভাবে সমগ্র দক্ষিণাঞ্চলে এবার আমন আবাদ অনেক পিছিয়ে। গতকাল পর্যন্ত মাত্র ১ লাখ ২৫ হাজার হেক্টরের মত আবাদ সম্পন্ন করতে পেরেছেন দক্ষিণের কৃষকরা। যা মূল লক্ষ্যমাত্রার মাত্র ২০% এর মত। ফলে ভাদ্রের বাকি দিনগুলোতে অবশিষ্ট ৮০% জমির রোপন সম্পন্ন করা নিয়ে সংশয় রয়েছে। আশ্বিনের রোপনে উৎপাদন আশানুরূপ হয় না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন উৎপাদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ