Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল-কলেজের সভাপতি পদে সরাসরি নির্বাচনের দাবি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি (কলেজ হলে) ও ম্যানেজিং কমিটি (স্কুল হলে) প্রবিধান মালা-২০০৯ সংশোধনী সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভায় হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গভর্নিং বডির/ ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন সংক্রান্ত বিধিমালা সংশোধন করে সভাপতি পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা না করায় তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সংক্রান্ত প্রবিধানমালা-২০০৯ পুনরায় সংশোধন করে গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রী নির্ধারণ, সভাপতি পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে গভর্নিং বডিকে জবাবদিহিতার আওতায় আনার বিধান যুক্ত করার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল-কলেজের সভাপতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ