বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাসে নারীকে হেনস্থা করার অভিযোগ পেয়ে এক হেলপারকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আমীর হোসেনকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ কারাদণ্ড দেন। তিনি বলেন, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম নামে ফেসবুক পেইজে ১০ নম্বর রোডের একটি বাসের (চট্ট-মেট্রো জ-১১১৬০৫) হেলপার কর্তৃক এক নারীকে হেনস্থা করার অভিযোগ পাই।
সকালে দামপাড়া থেকে বাসটি আটক করা হয়। কিন্তু বাসটিতে অভিযুক্ত হেলপার ছিল না। পরে পুলিশের সহযোগিতায় ওই হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান মনজুরুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।