রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামকে দিদারুল ইসলাম (৩৫)কে কুপিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে মসজিদের হুজরাখানা থেকে ইমামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দক্ষিন মল্লিকপাড়া গ্রামের নারায়ণদিয়া বায়তুল জালাল মসজিদে আগের ইমাম চলে যাওয়ায় গত ২৬ জুলাই পাশবর্তী ছোট কাজিরগাঁও মসজিদের ইমামের পরিচয়ে এই মসজিদে আসেন জুমার নামায পড়িয়ে প্রশিক্ষণের কথা বলে ছুটি নেন। গত বুধবার বিকেলে এসে আসর থেকে এশার নামায পড়ান। পরে বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা ফজরের নামায পড়তে এসে ইমামের হুজুরা খানায় তার লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ইমাম দিদারুল ইসলাম খুলনা জেলার তেরখাদা থানার রাজাপুর গ্রামে আফতাব ফরাদীর ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়টির তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।