Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষাটের দশকের নায়কের ভূমিকায় তারিক আনাম খান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

ইদানিং বৈচিত্রময় চরিত্রে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন প্রবীণ অভিনেতা তারিক আনাম খান। অনন্য মামুনের আবার বসন্ত সিনেমায় তাকে দেখা গিয়েছিল অল্পবয়সী তারকা অর্চিতা ¯পর্শিয়ার প্রেমিক চরিত্রে। এবার মেকআপ নামে একটি সিনেমায় তিনি হাজির হচ্ছেন ষাটের দশকের নায়কের ভ‚মিকায়। এ সিনেমাটিও নির্মাণ করছেন অনন্য মামুন। মামুন বলেন, দর্শক অন্য এক তারিক আনাম খানকে দেখবেন এ সিনেমায়। সিনেমাটির গল্প আমাদের মিডিয়া নিয়ে। আমরা অনবরত মেকআপ চেঞ্জ করি। কিন্তু মানুষ তো কখনও চেঞ্জ হয় না। মেকআপের অন্তরালের মানুষের কাহিনী এতে উঠে আসবে। এরই মধ্যে আমরা সিনেমাটির কাজ প্রায় শেষ করে এনেছি। সিনেমাটির শূটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে। এতে পাঁচজন নায়ক-নায়িকা থাকছেন। সেপ্টেম্বরে সিনেমাটির টিজার মুক্তি দিয়ে এর কলকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেব। আগামী অক্টোবরে মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারিক আনাম খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ