Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী আব্দুল জব্বারের সঙ্গীত জীবনের ৬০ বছরপূর্তি

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিপ্লবী কণ্ঠশিল্পী মো: আব্দুল জব্বারের সঙ্গীত জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি ঢাকায় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে স্বাধীনতা সংসদ ‘সংস্কৃতি হোক অন্যায়ের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের সঙ্গীত জীবনের ৬০ বছর পূর্ণ হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। তাছাড়া দেশের বিভিন্ন ক্ষেত্রে গুণী বরেণ্য ব্যক্তিবর্গের কর্মক্ষেত্রে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সম্মাননা পদকে ভূষিত করা হয়। সফল সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় জাতীয় পদকপ্রাপ্ত কারাতে বøাকবেল্ট হোল্ডার ও শ্রেষ্ঠ সৃজনশীল লেখক, চেয়ারম্যান গ্রীন ক্লাব, বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট মো: আলতাফ হোসেনকে সম্মাননা পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশীদ আলম, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা নূতন, কর্নেল (অব:) মীর মো: মোতাহার হাসান, চেয়ারম্যানের উপদেষ্টা এটিএন বাংলা, আলাউদ্দিন মাজিদ, সিনিয়র রিপোর্টার, বিনোদন বিভাগ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, লাকী আহমেদ চেয়ারম্যান, নায়লা প্রোপার্টিজ লি:, সাপ্তাহিক পাপিয়ার সম্পাদক ও বিশিষ্ট সংগঠক পাপিয়া, মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কৃষি ব্যাংক; ড. এস এম নুরুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিডেট সাহাবুদ্দিন আহমেদ আবু, সভাপতি বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরাম প্রমুখ। Ñবিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী আব্দুল জব্বারের সঙ্গীত জীবনের ৬০ বছরপূর্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ