বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালী ও অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগে জোসনা বেগম নামের এক দালাল মহিলাকে আটকের পর ২২ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানাগেছে, গত ২০ শে আগষ্ট সকালে উপজেলার খুড়িয়াখালী এলাকার রেজাউল হাওলাদারের স্ত্রী গর্ভবতী সাবিনা আক্তার শারীরিক পরীক্ষা জন্য হাসপাতালে আসে। সে এ সময় গেটে ওৎ পেতে থাকা জোসনা বেগম নামের এক দালাল মহিলার খপ্পরে পড়ে। সে ডাক্তার সেজে ভাল চিকিৎসার জন্য ভুল বুঝিয়ে ওই গৃহবধুকে তার নিজ বাসায় নিয়ে যায়। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে পেটের বাচ্চা নষ্ট হয়েছে এবং তা ফেলে দিতে হবে বলে তাকে জানায়। পরে জোসনা তার গর্ভপাত ঘটালে এতে তার প্রচুর রক্তক্ষরন শুরু হয়। এতে সে অশুস্থ হয়ে পড়লে গত ২১ শে আগষ্ট তাকে হাসপাতালে চিাকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার চিকিৎসক ডাঃ জামাল মিয়া শোভন জানান, সাবিনার চিকিৎসা চলছে তবে তার বাচ্চার তেমন কোন সমস্য ছিলনা। তার অবৈধ গর্ভপাত ঘটিয়েছে জোসনা নামের দালাল ওই মহিলা। তিনি দীর্ঘদিন যাবত হসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে অবৈধ গর্ভপাত সহ ভিবিন্ন অপচিকিৎসা দিচ্ছেন বলে তিনি জানান। তবে ভাল হওয়ার শেষ সুযোগ হিসেবে তাকে এবারের মত মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।