Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়া দরবার শরীফের ৪২তম খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা আওলাদে মোস্তাফা খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম এর প্রতিষ্ঠিত ৪২তম ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল গতকাল (বৃহস্পতিবার) কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিল সম্পর্কে বক্তারা বলেন হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর অগণিত কীর্তির মধ্যে অনন্য কীর্তি এ খতমে কোরআন মাহফিল। এ মহান মনীষী ১৯৭৫ সাল থেকে এ খতমে কোরআন মাহফিল জারি করেন। বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম খতমে কোরআন মাহফিলে পরিণত হয়েছে। যা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুকে অ¤øান করে রাখবে।
প্রতি বছরের ন্যায় এ বছরও সকাল ৮টা হতে গুড়ি-গুড়ি শান্তিময় বৃষ্টির মহা আলিঙ্গনে হাজার হাজার আলিম, হাফিজ, তরিক্বতপন্থী ও মুসলিম উম্মাহ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে সমবেত হতে থাকে। হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম এর রওজা মোবারক, জান্নাতুল মাওয়া গাউছুল আজম কেন্দ্রীয় জামে মসজিদ ও মসজিদ চত্বরে শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত, সহিহ বুখারি শরিফ পাঠ ও ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্’র সুমধুর ধ্বনি। এ ছাড়াও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পূর্ব ঘোষিত তারিখ থেকে এ তরিক্বতের মহিলা তরিক্বতপন্থীগণ পবিত্র কোরআনের খতম আদায় করেছেন। খতমে কোরআন মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল মোর্শেদে আজম মাদ্দাজিল্লুল আলী ছাহেব।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া দরবার শরীফের ৪২তম খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ