Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে শাহারিয়ার ইফতি (৩১) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত মঙ্গলবার বিকেলে সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহরিয়ারের বাড়ি কুমিল্লার ব্রহ্মণপাড়ার শশীদল এলাকায়। তার বাবার নাম মৃত শফিউদ্দিন। তিনি নিজেকে মেজর হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করেন।

র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়- গত ২৪ এপ্রিল নিজেকে ভুয়া মেজর পরিচয়ে এক নারীকে বিয়ে করেন শাহারিয়ার ইফতি। বিয়ের পর স্ত্রীর আস্থা অর্জনে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির পোশাক পরিহিত এডিটিংকৃত ছবি তৈরি, ওয়াকিটকি ক্রয় এবং ইন্টারনেট থেকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ধারণা নিয়ে কাগজে নোট রাখতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ