Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইজিং গ্লাডিয়েটরস চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ৯:২৯ পিএম

পরিশীলন প্রিমিয়ার লিগে (পিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং গ্লাডিয়েটরস এবং রানার্সআপ কেবল নেটওয়ার্ক দল। বুধবার বরিশালের মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন পরিশীলন পরিষদ তাদের সফলতার যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজন করেছে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সপ্তাহব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা শেষে মুলাদীর চরসাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান প্রবাসী হাজী মেহেদী হাসান বাবুল। এ সময় পরিশীলন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এসএম আলী আজম, সভাপতি আলম মিয়া স্বপন, সাধারণ সম্পাদক নাবির হোসেন, কামরুল হাসান, মো. তানবীর ও মুরাদ হোসেন। পিপিএলে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পান শাপলা বার্নার্স দলের জোবায়ের হোসেন। এছাড়া পরিশীলন সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সানজানা আজম সারা। এছাড়া পরিশীলন পরিষদের সেরা সদস্য ২০১৯ নির্বাচিত হয়েছে মো: তানবীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ