মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের দিয়ে ভরা একটি নৌকা ডুবে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ) এ আশঙ্কার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। টুইটারে দেওয়া এক বিবৃতিতে এমএসএফ বলেছে, “শতাধিক প্রাণহানি হয়েছে এবং কেউ নিশ্চিতভাবে কিছু জানবে না, এরকম সবচেয়ে খারাপটা আশঙ্কা করার সবগুলো কারণই বর্তমান।”এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্ট গার্ডের কাউকে পাওয়া যায়নি। লিবিয়া অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের কেন্দ্র হয়ে উঠেছে। এদের অনেকেই সাগরে চলাচলের অনুপযোগী নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাসের কাছে উপক‚লে আড়াইশো লোক নিয়ে একটি নৌকা ডুবে যায়। নৌকাটির আরোহীদের বেশিরভাগই ইরিত্রিয়া ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চল এবং আরব দেশগুলো থেকে আসা লোক। লিবিয়ার কোস্ট গার্ড ও স্থানীয় মৎসজীবীরা সাগর থেকে ১৩৪ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১১৫ জন নিখোঁজ হয়ে যান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।