মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার সরকারের আগুন নিয়ে খেলা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। সিরিয়ায় তুরস্কের সামরিক বাহিনীর বহরে হামলার একদিন পরে এমন সতর্কতা জানিয়েছেন তিনি। মঙ্গলবার তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়। এল সালভাদোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক বক্তব্যে মেভলুত কাভুসগলু বলেছেন, ইদলিবের শান্তি নিশ্চিত করার ক্ষেত্রে আমরা রাশিয়ার সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। আমাদের প্রয়োজন যুদ্ধবিরতি বাস্তবায়ন করা। দেশটির শাসক সামরিক শাসন দিয়ে জোর চেষ্টা করছে। তিনি বলেন, শাসকের উচিত আগুন নিয়ে খেলা না করা। আমারা আমাদের সেনাসদস্যের ও পর্যবেক্ষণ পোস্টের নিরাপত্তার প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। সোমবার সিরিয়ায় থাকা তুরস্কের একটি পর্যবেক্ষণ ক্যাম্পে যাওয়ার পথে আঙ্কারার সামরিক বাহিনীর এক বহরের কাছে বিমানহামলা চালানো হয়। এতে তিনজন বেসামরিক লোক নিহত হন। এ ছাড়া ১২ জনের বেশি আহত হন। সামরিক বাহিনীর দলটি ইদলিবের ৯ নম্বর পর্যবেক্ষণ পোস্টের দিকে যাচ্ছিল। এ বিষয়ে আগে থেকে রাশিয়াকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পর্যবেক্ষণ পোস্টটি তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে ৮৮ কিলোমিটার দ‚রে অবস্থিত। এটি ২০১৮ সালের এপ্রিলে স্থাপন করা হয়েছিল। সিরিয়ার গৃহযুদ্ধের পর ইদলিব প্রদেশটি সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু দেশটির শাসকের। অভ্যন্তরীণ অভিবাসনের কারণে এর জনসংখ্যা ৪০ লাখে পৌঁছেছে। ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।