মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট (সিপিআইএম) দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মঙ্গলবার বলেছেন যে, সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে ভারতের ফিলিস্তিন বানানোর চেষ্টা করছে। থিরুভানানথাপুরামের একে গোপালান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড স্টাডিজে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়েচুরি বলেন যে, ২২ আগস্ট দেশের সকল সেক্যুলার গণতান্ত্রিক দলগুলো বিক্ষোভ করবে যাতে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হয়। “এই বিক্ষোভটা একটা শুরু মাত্র কারণ আমরা জম্মু ও কাশ্মীরকে ভারতের ফিলিস্তিনে রূপান্তরিত হতে দিতে পারি না। ইসরাইলিরা ফিলিস্তিনের মানুষের সাথে যে আচরণ করছে, আমরা আমাদের দেশে সেটা হতে দিতে পারি না- মানুষের মৌলিক অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে”। রাজ্যসভার সাবেক এই সদস্য অভিযোগ করেন যে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রস্তুতি হিসেবে ভুল তথ্য ছড়ানো এবং অপপ্রচার চালানো হয়েছে। ইয়েচুরি বলেন, “৩৭০ অনুচ্ছেদের বাইরে ভারতের সংবিধানে আরও ১০টি অনুচ্ছেদ রয়েছে, যেখানে দেশের অন্যান্য অনেক রাজ্যের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।