মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের জন্য আফ্রিকা থেকে অবৈধভাবে সাগর পথে পাড়ি দিয়েছিল শতাধিক শরণার্থী। সাগর থেকে তাদের উদ্ধার করেছিল দাতব্য সংস্থার একটি জাহাজ। কিন্তু সেই জাহাজটিকেও তীরে ভীড়তে দিতে রাজী নয় ইতালি। এতো কাছে এসেও ফিরে যেতে হবে-সেই হতাশা থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে উপক‚লে পৌঁছার চেষ্টা করেছে অভিবাসন প্রত্যাশীরা। মঙ্গলবার দক্ষিণ ইতালি উপক‚লে এ ঘটনা ঘটেছে। স্পেনের দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’ জানিয়েছে, ১৯ ধরে তাদের জাহাজে প্রায় ১০০ শরণার্থী রয়েছে। এসব শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে আসা। তাদের জাহাজ যাতে উপক‚লে ভীড়তে না পারে সেজন্য ইতালি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওপেন আর্মস এক টুইটে বলেছে, ‘নয় জন পানিতে ঝাঁপিয়ে পড়েছে... পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।’ এর আগে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, আরেক অভিবাসন প্রত্যাশী সাগরে ঝাপিয়ে পড়ে এবং পরে তাকে ইতালির কোস্টগার্ড উদ্ধার করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।