Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটারে ‘মিসেস পেটি’ হলেন নিকি মিনাজ

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

প্রেমিক কেনেথ পেটির সঙ্গে র‌্যাপ গায়িকা নিকি মিনাজের বিয়ে অবধারিত হলেও এ নিয়ে কানাঘুষার শেষ নেই, কিন্তু নিকি তার টুইটার প্রোফাইল নাম ‘মিসেস পেটি’তে বদলে জানিয়ে দিলেন সংশয়ের কোনও কারণ নেই। মিনাজ তার ‘কুইন রেডিও’ অনুষ্ঠানে গত সপ্তাহে ঘোষণা দেন ৮০ দিনের মধ্যে তিনি পেটিকে বিয়ে করবেন। তিনি জানান বিয়ের লাইসেন্সের জন্য তিনি আবেদন করেছেন, এবং তা গ্রহণ করার অপেক্ষায় আছেন। তবে যেহেতু তাকে সফর করতে হচ্ছে তাই সেটি নবায়ন করতে হবে। “আবেদনের ৯০ দিনের মধ্যে বিয়ে করতে হয়। এক সপ্তাহ চলে গেছে, তার মানে আমার হাতে প্রায় ৮০ম দিন সময় আছে,” তিনি জানিয়েছেন। মিনাজ জানিয়েছেন পেটি ও তিনি একান্ত এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতা দিয়ে তাদের মিলন উদযাপন করবেন। আর তার কাজের তালিকা সমাপনের প ঘটা করে অনুষ্ঠান করবেন। মিনাজের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায় গত বছর ডিসেম্বর থেকে পেটির সঙ্গে তিনি প্রেম করছেন। পেটি নিউ ইয়র্কে একজন তালিকাভুক্ত যৌন হয়রানিকারি এবং নরহত্যার জন্য তিনি কারা ভোগও করেছেন। এই প্রসঙ্গে নিকি বলেন, “তার বয়স ছিল ১৫ আর মেয়েটির ১৬, তারা প্রেম করছিল। পরে যা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসেস পেটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ