Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভেজাল মদ তৈরী চক্রের ৫ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ৪:৪৫ পিএম

নগরীতে ভেজাল মদ তৈরী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভেজাল মদ তৈরীর উপকরণও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার পাঁচ জন হলেন- মো. নাছিম উদ্দিন (২৩), মো. ইকরামুল হক (৩২), স্বপন পাল (৫১), মো. ইমরান ফয়সাল (২১) এবং জাহেদুর রহমান আরজু (৩০)। পুলিশ জানায়, অনুমোদিত বিভিন্ন বার ও ক্লাব থেকে বিদেশি মদের খালি বোতল সংগ্রহ করে এই চক্রটি ভেজাল মদ ঢুকিয়ে নতুন লেভেল লাগিয়ে বাজারজাত করে আসছে। গত ১৩ আগস্ট রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনির মালিপাড়ায় মদপানে তিন জনের মৃত্যু হয়। তারা হলেন- বিশ্বজিৎ মল্লিক, শাওন মজুমদার জুয়েল ও মিল্টন গোমেজ। এছাড়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন উজ্জ্বল বণিক নামে একজন। এই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ ভেজাল মদ তৈরীর সাথে জড়িত চক্রের সন্ধান পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেজাল মদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ