মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরিকপঞ্জি বা এনআরসির কারণে মেয়ের বিয়ে ভেঙে দিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাতে কি! বর-কনের মধ্যে আগে থেকে ছিল প্রেম। কনের পরিবারের এমন সিদ্ধান্তের কারণে, বরের হাত ধরে পালিয়ে গেছেন কনে। আসামের শিলচড়ের কাছে নয়াগ্রামের দিলওয়ার হোসেন লস্কর (৩০) ও রাভিনা (পরিবর্তিত নাম) এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন। এ জন্য পরিবারকে অবহিত করেন। দুই পরিবারের সদস্যরা তাতে সম্মতি জানান। তারা বিয়ের দিন ধার্য্য করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে রাভিনার পরিবার বেঁকে বসে। তাদের ভয় হয়- দিলওয়ারের নাম এনআরসিতে আছে তো? রাভিনার পিতা কুতুবউদ্দিন বারভুঁইয়া শক্ত হয়ে যান। তিনি বলেন, এমন কোনো ব্যক্তির সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না, যার নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। এমন ছেলের হাতে মেয়েকে তুলে দিলে তখন আমার মেয়েও নাগরিকত্বের পরীক্ষার মুখে পড়বে। তিনি দিলওয়ারকে নাগরিকত্ব প্রমাণ দিতে বলেন। কিন্তু ব্যর্থ হন দিলওয়ার। আসামে এনআরসি থেকে যে ৪০ লাখ মানুষকে বাদ দেয়া হয়েছে তার মধ্যে আছে তার নাম। কিন্তু কুতুব কোনো বিকল্প না ভেবেই বিয়ে বাতিল করে দেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।