Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটলের বস্তায় ফেনসিডিল, মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৭:২৭ পিএম

অভিনব কায়দায় পটলের বস্তায় ফেনসিডিলসহ ধরা পড়েছেন মো: শহিদুল ইসলাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী। আজ মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে সাভার মডেল থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-৪ সদস্যরা।
র‍্যাব-৪ -এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোরে সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পটলের বস্তার ভেতর থেকে ৩৭০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার শহিদুল সরকার বিভিন্ন জেলা থেকে ফেনসিডিল কিনে সেগুলো ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা দামে বিক্রি করতেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ আটক

৭ এপ্রিল, ২০২২
১০ আগস্ট, ২০২১
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ