বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় ডেঙ্গু রোগী ফের বাড়ছে । গত ২৪ ঘন্টায় ১৪ জন নতুন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে ১৭জনকে , বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত এই সংখ্যা আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন। তিনি চিকিৎসাধীন গতকাল সোমবার ৪১ জনের স্থলে ৩৮ জন ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে বলছেন, কমেছে রোগীর সংখ্যা । মঙ্গলবার নতুন ভর্তি হয়েছে ১৪ জন, সোমবার ভর্তি হয়েছিলেন ৯জন । এই হিসেবে ডেঙ্গু রোগী বাড়ছে বললে তিনি জানান, ‘ আপনি ঠিকই বলেছেন’ তবে এই বৃদ্ধি খুব বেশী নয়। শুষ্ক মওসুম আসলে ডেঙ্গু রোগ আরও কমে যাবে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল, ডেপুটি সিভিল সার্জন ডা: কে.এম আবু জাফর ডেঙ্গু রোগের ক্ষেত্রে মনিটরিং করছেন, চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। চিকিৎসক, নার্স ও সহযোগিরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন।
পাবনা পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু আজ মঙ্গলবার জানিয়েছেন, মশক নিধনের জন্য ওষুধ কেনার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। দুই/একদিনের মধ্যে ওষুধ ক্রয় করে পাবনা পৌরসভা শহরে এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগাম শুরু করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।