Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ডেঙ্গু রোগী আবার বেড়েছে

পাবনা পৌরসভায় খুব শিগগিরই শুরু হবে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৪:৪০ পিএম

পাবনায় ডেঙ্গু রোগী ফের বাড়ছে । গত ২৪ ঘন্টায় ১৪ জন নতুন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে ১৭জনকে , বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত এই সংখ্যা আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন। তিনি চিকিৎসাধীন গতকাল সোমবার ৪১ জনের স্থলে ৩৮ জন ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে বলছেন, কমেছে রোগীর সংখ্যা । মঙ্গলবার নতুন ভর্তি হয়েছে ১৪ জন, সোমবার ভর্তি হয়েছিলেন ৯জন । এই হিসেবে ডেঙ্গু রোগী বাড়ছে বললে তিনি জানান, ‘ আপনি ঠিকই বলেছেন’ তবে এই বৃদ্ধি খুব বেশী নয়। শুষ্ক মওসুম আসলে ডেঙ্গু রোগ আরও কমে যাবে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল, ডেপুটি সিভিল সার্জন ডা: কে.এম আবু জাফর ডেঙ্গু রোগের ক্ষেত্রে মনিটরিং করছেন, চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। চিকিৎসক, নার্স ও সহযোগিরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন।
পাবনা পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু আজ মঙ্গলবার জানিয়েছেন, মশক নিধনের জন্য ওষুধ কেনার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। দুই/একদিনের মধ্যে ওষুধ ক্রয় করে পাবনা পৌরসভা শহরে এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগাম শুরু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ