Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে এনজিও’র নামে কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৩:৪১ পিএম

উপজেলা সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভুয়া এনজিও সমিতির নামে কোটি টাকার চেক জালিয়াতি ও লক্ষাধীক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। শিউলি আক্তার নামে এক মহিলা চেক জালিয়াতি ও টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায়। তাকে গ্রেপ্তার করে দুষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ভুক্তভুগীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ভুক্তভুগীরা ২০ আগষ্ট মঙ্গলবার স্থানীয় স্মৃতিসৌধের পাশে দাড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। পরে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জানুয়ারী হতে ২০১৮ সালে ১ ডিসেম্ভর পর্যন্ত স্বল্প সুদে জনপ্রতি ৩ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা ঋণ পাবার আশায় এককালিন ১০ হাজার টাকা জমা করে। পরে সমিতির শর্তানুযায়ী তারা ঋণের জন্য আবেদন করার কথা বলে দুটি খালি চেক ও দুটি ননজুডিশিয়াল স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নেয়। প্রায় ১ বছর অতিবাহিত হলেও তাদের ঋণ দেয়নি। বরং তাদের জমানো টাকা ফেরত চাইতে গেলে শিউলি আক্তার টাকা দিতেও অস্বীকৃতি জানায় এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। পুলিশের উপস্থিতিতে স্থানীয় ভাবে এ বিষয় নিয়ে বিচার শালিস করার সিদ্ধান্ত হলেও শিউলি বিচারে বসতে রাজি হয়নি।
ভুক্তভুগী পাখি আক্তার ও জরিনা আক্তার জানান, আমাদের মাঝে অনেকেই আছেন যারা ব্যাংকে একাউন্ট খুলার মতো আর্থিক সক্ষমতা নেই। আমরা তিনটি ছাগল বিক্রি করে ১০ হাজার টাকা শিউলির হাতে তুলে দেই। অপর একজন রতনা বেগম ও নুরুল হক বলেন, আয়ের একমাত্র অবলম্বন গরু বিক্রি করে ১০ হাজার টাকা দেই। এবং ননজুডিশিয়াল স্ট্যাম্প স্বাক্ষর করে তার কাছে প্রদান করি। পরবর্তীতে আমাদের ঋণের টাকা প্রদান না করে আমাদের কাছ থেকে গৃহীত স্বাক্ষরকৃত চেক ও ননজুডিশিয়াল স্ট্যাম্প নিয়ে আদালতে চেক জালিয়াতি ও টাকা পাবার কথা বলে উকিল নোটিশ প্রদান করে। এরই প্রেক্ষিতে মিথ্যা মামলা ও অর্থ আত্মসাৎ’র কথা শুনে মানসিকভাবে বিপর্যস্ত ও শাররীক ভাবে অসুস্থ হয়ে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুল হক। এতে যেকোন সময় জীবন নাশের ঘটনা ঘটতে পারে বলেও ধারনা করা হচ্ছে । এদিকে উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী স্মারকলিপির কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতদরিদ্রদের ক্ষুদ্র ঋণ দেয়ার কথা বলে চেক জালিয়াতি ও ননজুডিশিয়াল স্ট্যাম্প কুক্ষিগত করে উকিল নোটিশ প্রদানের বিষয়টি খুবই দুঃখজনক। আমরা বিষয়টির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালিয়াতির অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ