Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১:৩৮ পিএম

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে চারজনের মৃত্যু হলো। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাহেব আলী নামের এক ব্যক্তি। সাহেব আলীর বাড়ী রাজবাড়ী জেলার সদর উপজেলার মাটিপাড়া গ্রামে। সে মাটিপাড়া গ্রামের মনছের আলী ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে গুরুতর অবস্থায় সাহেব আলীকে হাসপাতালে আনা হয়। রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল ৭ জন। ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩শ ৫৭ জন। সব মিলিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২শ ৮৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গুতে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ