প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বিনোদন প্রতিদিন আগেই পাঠকদের খবর দিয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ অভিনয় করছেন। তাও এক ঘণ্টার নাটক বা টেলিফিল্ম নয়, একেবারে ৬ পর্বের ধারাবাহিকে। এর নির্মাণ কাজ এখন চলছে। সাফিন আহমেদ অভিনীত ঈদের জন্য নির্মিত ধারাবাহিকটির নাম ‘রিদম অব লাইফ’। এটি লিখেছেন আহমেদ তাহসিন শামস আর পরিচালনায় ফরহাদ আহমেদ। নাটকে অভিনয় প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘অভিনয়ের প্রস্তাব আমার কাছে অনেক দিন থেকেই আসছে। কিন্তু কোনোটাতেই রাজি হইনি। নাটকের গল্প আমার সঙ্গে না গেলে আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। আমি তো আর নায়ক নই, আমি ভাই গানের মানুষ। নিজের ছাঁচের বাইরে চরিত্র ধারণ আমার জন্য কঠিন। এই ধারাবাহিকে আমার চরিত্রটি একজন সংগীতশিল্পীর। গানের মানুষের জীবন কেমন হয়, কতটা সংগ্রামের হয়, সেটাই দেখানো হবে এ নাটকে।’ পরিচালক বলেন, ‘প্রচুর পরিশ্রম করে আমরা এই নাটকের কাজ করেছি। এখনও নাটকটির চিত্রায়ন চলছে। আশা করছি ঈদে দর্শকদের একটু ভিন্ন কিছু দিতে পারব।’ নাটকে শাফিন আহমেদের বিপরীতে অভিনয় করেছেন সুজানা। তিনি বলেন, ‘আমার পছন্দের শিল্পীদের মধ্যে শাফিন ভাই একজন। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত। আশা করি আমাদের এই নাটকটি সবার ভালো লাগবে।’ গ্রামীণফোন নিবেদিত রিদম অব লাইফ নাটকটি প্রযোজনা করেছে আলফা-আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের নাটকে শাফিন ভাইকে নিতে পেরে আমরা আনন্দিত। নাটকটির গল্পে যা যা করা প্রয়োজন হয়েছে আমরা সেই করেছি। আশা করি এই ধারাবাহিক নাটকটি অন্য আট দশটা ঈদ ধারাবাহিক থেকে আলাদা হবে।’ ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক ফরহাদ আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।