Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

 বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল সোমবার নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে। তার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। 

এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম বুলবুল, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. কাশেম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান।
বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহŸায়ক কমিটির সাবেক সদস্য মো. ছগির, ওসমান গণি, মো. হাসান, মামুনুর রশিদ, ফরহাদুল ইসলাম, রেজাউল হক প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ