Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোয়া মির্জা পরিচয়েই খুশি এলনাজ নরুজি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম


ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী এলনাজ নরুজি নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এর দ্বিতীয় মৌসুমে জোয়া মির্জা/জামিলার ভূমিকায় ফিরেছেন। এক পুলিশ কর্মকর্তা এবং একজন নিহত গ্যাংস্টারের কাহিনীর দ্বিতীয় কিস্তির আট পর্ব ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। প্রথম সিজনেই জানা গিয়েছিল জামিলা নামের এক পাকিস্তানি তরুণী জোয়া মির্জা নাম নিয়ে বলিউড তারকায় পরিণত হয়েছে এবং তার সঙ্গে গ্যাংস্টার গণেশ গাইতোÐে’র সম্পর্ক ছিল। “দ্বিতীয় সিজনে জামিলার অতীত সম্পর্কে জানা যাবে, জানা যাবে কোথা থেকে সে এসেছিল, গাইতোÐের সঙ্গে তার সম্পর্ক এবং ঘনিষ্ঠতা। দেখা যাবে কিভাবে সে তার সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং কিভাবে সে জামিলা থেকে জোয়া মির্জা হল।” এলনাজ মনে করেন তার জন্য এর চেয়ে অভিষেকের ভাল উপায় আর হতে পারে না। “ভারতে এই অসাধারণ সিরিজের অংশ হতে পেরে আমি খুশি, তার চেয়ে বেশি খুশি বিশ্বব্যাপী পরিচিতি পেয়ে,” তিনি বলেন। এলনাজ বলেন, “দর্শক আমাকে এখন জোয়া মির্জার পরিচয়ে চেনে আর আমি সেজন্য খুশি।” দুই সিজনে ১৬ পর্বের ‘স্যাক্রেড গেমস’ সিরিজে আরও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, সাইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, কল্কি কেকলাঁ এবং রণবীর শোরে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোয়া মির্জা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ