Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযোগ করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম


তিন তালাক দেয়ায় স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে যাওয়ায় ৫ বছরের কন্যার সামনে এক নারীকে পুড়িয়ে মেরেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ভারতের উত্তরপ্রদেশের শ্রাবস্তীর গদ্রা গ্রামে ঘটেছে এই ঘটনা। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম নাফিস (২৬)। তিনি মুম্বাইতে কাজ করেন। নিহতের বাবা রমজান খানের অভিযোগ, ৬ আগস্ট টেলিফোনে তার মেয়ে সায়িদাকে তিন তালাক দেয় তার স্বামী নাফিস। রমজানের কথায়, এরপর সাইদা পুলিশে অভিযোগ দায়ের করতে যায়, কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। তারা মেয়েকে বলে তার স্বামী মুম্বাই থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে। ১৫ আগস্ট নাফিস ফিরলে পুলিশ তাদের ডেকে পাঠায়। তাদের সঙ্গে কথা বলার পর সায়িদাকে তার স্বামীর সঙ্গে থাকতে বলে পুলিশ। নিহত সায়িদার মেয়ে ফাতিমা পুলিশকে জানায়, শুক্রবার বাবা নামাজ পড়ে এসে মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বলে সে তিন তালাক দিয়েছে। এরপরই শুরু হয় ঝামেলা। আমার দাদা আজিজুল্লাহ, দাদিমা হাসিনা, খালা গুড়িয়া ও নাদিয়া আসে। বাবা মায়ের চুল ধরে পেটাতে থাকে। খালারা কেরোসিন ঢালে মায়ের গায়ে। দাদা আর দাদিমা মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। এনডিটিভি।

 



 

Show all comments
  • Sohrab hosain valuka ২০ আগস্ট, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    আল্লাহ এই পাপিষ্ঠদের অগ্নিগর্ভের নিক্ষেপ করা
    Total Reply(0) Reply
  • Sohrab hosain valuka ২০ আগস্ট, ২০১৯, ২:১৯ এএম says : 0
    এই পাপিষ্ট ব্যাক্তির এর উপযুক্ত বিচার হওয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ